আজ ১৩ জুন শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আর্কা ফ্যাশন উইক। আজ থেকে চার দিন ধরে দেশের ফ্যাশনপ্রেমী ও ফ্যাশনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের নজর থাকবে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে। আর এত উৎসাহ-উদ্দীপনার মূল কারণ হচ্ছে, বাংলাদেশে এমন ফ্যাশন উইক কমই হয় আসলে। গতবছরের বর্ণাঢ্য আয়োজনের পর এ বছর দেশের সর্বস্তরের ফ্যাশনপ্রেমী মানুষের মাঝে এই ৪ দিনব্যাপী আর্কা ফ্যাশন উইক নিয়ে আগ্রহের শেষ নেই।
ডিজাইনার, মডেল, ফ্যাশন উদ্যোক্তা আর হাজারো দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে আলোকি কনভেনশন সেন্টার। ঢাকার এক হ্যাপেনিং প্লেস বলা যায় গুলশানের এই আলোকি কনভেনশন সেন্টারকে। আর এখানেই আজ থেকে শুরু হলো ঢাকার সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন উইক।
বহুলপ্রতীক্ষিত বলাই যায় আর্কা ফ্যাশন উইক সামার'২৪ এর আয়োজনকে। এই নিয়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত হচ্ছে আর্কা ফ্যাশন উইক। চলবে ১৬ জুন পর্যন্ত।
আজ প্রথম দিনে আলোকিতে ঢুকতেই দেখা গেল চারদিকে সাজ সাজ রব। উৎসবের আবহ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। এখনও সাজসজ্জার কাজ চলছে। মার্কেটপ্লেসে নিজ নিজ স্টল সাজাচ্ছেন মন দিয়ে ফ্যাশন উদ্যোক্তারা। তাঁদের অনেকেই অনলাইনে কার্যক্রম পরিচালনা করেন। তাই এই মার্কেটপ্লেসে নিজের পসরা সাজাতে পেরে খুব উচ্ছসিত তারা।
মূল হল ও তার সামনের লবি ঘুরে দেখা গেল স্টলগুলো সেজে উঠছে বর্ণিল সাজে। এখানে ৮০টি স্টল সাজিয়ে বসছেন দেশীয় ফ্যাশন ডিজাইনার লেবেল ও উদ্যোক্তারা। সুপরিচিত ফ্যাশন লেবেল নিয়ে লেবেল ইমাম হাসান, এ জেড, রিফাত রহমান আর আফসানা ফেরদৌসী থাকবেন তাঁদের কালেকশন নিয়ে। এছাড়া কাঁঠাল, রেণুবালা, ব্লু বাটন, হল্লা, তাশা, ডাক্কা, সমস্যা নাই, উড়ন্ত আরশোলা, ছাপ, নয়ার মতো সব সাড়া জাগানো নতুন ও পুরনো ফ্যাশন ব্র্যান্ড থাকছে মার্কেটপ্লেসে।
আজ বিকালে দুটি আকর্ষণ রয়েছে ফ্যাশনপ্রেমী দর্শনার্থীদের জন্য। বিকাল ৫ টায় টাঙ্গাইল বয়নকাব্য শীর্ষক প্রদর্শনীটি উদ্বোধন করা হবে। এখানে নিজেদের সৃজনশীল সৃষ্টি তুলে ধরবেন এক ঝাঁক প্রতিভাবান শিল্পী। চারু আর কারুশিল্প তো আসলে একই সূত্রে গাঁথা৷ জুয়েল এ রবের কিউরেশনে এখানে নিজেদের কাজ প্রদর্শন করবেন শিল্পীরা।
আর সেই সঙ্গে আজ বিকেলে আলোকিতে আর্কা ফ্যাশন উইকের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম প্রধান মডেল হান্ট ফেস অব বাংলাদেশের চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা৷ ফেস অব এশিয়ার বাংলাদেশ পর্বের এ প্রতিযোগিতায় বিজয়ীরা সাউথ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ফেস অব এশিয়ায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতায় দেশের ৭ জন নারী ও ৮ জন পুরুষ মডেল প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার৷
মার্কেটপ্লেসের পাশাপাশি ডিজাইন ল্যাবের আয়োজন থাকছে আর্কা ফ্যাশন উইকে। ডিজাইন ল্যাবে যেকোনো সাধারণ মানুষ এসে নিজের নকশা পোশাক ও অনুষঙ্গ ডিজাইন করতে পারবে। তাছাড়াও থাকছে ফুডকোর্ট ও কনসার্ট। বৈচিত্র্যময় কুইজিনের পসরা থাকবে কোনা ক্যাফে, ইজাকায়া, মুম্বাই এক্সপ্রেস, কড়া ফ্রাই, ইগলু, সেই নেহারি, পেয়ালার স্টলে।
ফিরোজ জং, কার্নিভাল, মুজা, ইন্দালো ও ইডিএমসহ অনেকে থাকবেন প্রতি সন্ধ্যার কনসার্টে। সব মিলে বলা যায় ত্রিমুখী আকর্ষণের পাশাপাশি আরও সব বাড়তি পাওনা মিলবে আজ আলোকি কনভেনশন সেন্টারের আর্কা ফ্যাশন উইকের আয়োজনের প্রথম দিনে। উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েবপোর্টাল হাল ফ্যাশন এবারের আর্কা ফ্যাশন উইকে রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে।
ছবি: হাল ফ্যাশন