পিতৃত্ব যাপনের চিত্র তুলে ধরা হলো যে প্রদর্শনীতে
শেয়ার করুন
ফলো করুন

‘বাংলাদেশি এবং সুইডিশ বাবা’ প্রদর্শনীতে পিতাদের ক্রমবর্ধমান ভূমিকা উদ্‌যাপন এবং লিঙ্গ সমতাকে তুলে ধরা হয়। পরিবার ও সমাজ গঠনে মায়েদের পাশাপাশি বাবারও যে দায়িত্ব পালন করেন সেই বিষয়টি এই প্রদর্শনীর মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

প্রদর্শনীতে বাংলাদেশি বাবাদের ২৩ টি ছবি স্থান পায়। যা সক্রিয়ভাবে প্যারেন্টিং ও সন্তানের প্রতি যত্নের বিষয়গুলো প্রকাশ করে। বিখ্যাত সুইডিশ ফটোগ্রাফার জোহান বাভম্যানের ‘সুইডিশ ড্যাডস’ থেকে অনুপ্রাণিত এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আধুনিক সমাজে একক পরিবারে বাবাকে সন্তানের নানা দায়িত্ব নিতে হয়। বিশেষ করে কর্মজীবী মায়েদের পরিবারে বাবদের হতে হয় সহযোগী। না হলে কর্মজীবী মা অফিসের পাশাপাশি পরিবার সামলে উঠতে হাঁপিয়ে ওঠেন ও হিমশিম খান। শোনা যায় সন্তানের দেখভাল করার জন্য অনেক মা চাকরিও ছেড়ে দেন। কিন্তু বাবা-মা যদি সন্তানের কাজগুলো ভাগাভাগি করে করে নেন কাজগুলো সহজ হয়।

অনলাইনে অনুষ্ঠিত মাসব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে ১০০টি ছবি থেকে মোট ২৩ টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত করা হয়। যেখানে ঢাকা ও ঢাকার বাইরের ২৩ জন বাবার ছবি প্রদর্শনীতে স্থান পায়। জুরি বোর্ডে ছিলেন এইচ.ই. নিকোলাস উইকস, বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত, গীতাঞ্জলি সিং, ইউএন উইমেন রিপ্রেজেনটেটিভ, স্টেফান লিলার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, মাসাকি ওয়াতাবে, রিপ্রেজেনটেটিভ এ.আই., ইউএনএফপিএ, সাবিনা ইয়াসমিন, সিনিয়র ফটোগ্রাফার এবং কাউন্টার ফটোর সাইফুল হক।

ছবি: ইউএনডিপি

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ০০
বিজ্ঞাপন