সম্পূর্ণ দেশি পণ্যের সম্ভার বসেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বিশাল তাবুতে আয়োজিত ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায়। এবারের মেলায় নিজেদের বৈচিত্র্যময় সব পণ্যের পসরা সাজিয়েছে তিন শর বেশি প্রতিষ্ঠান। আর অংশগ্রহণকারীদের প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। ৬ দিন ধরে চলমান জমজমাট এসএমই মেলার শেষ দিন আজ। এক ছাদের নিচে এত রকমের পণ্য মিলছে বলে এমনিতেই দর্শনার্থী ও ক্রেতা সমাগম বেশি এখানে।
গিয়ে দেখা গেল, দিনের শুরুতেই আজ জমে উঠেছে মেলা। বর্ণিল সব পোশাকের সমারোহ নিয়ে আছে ৭৫টি স্টল। এ ছাড়া পাটজাত পণ্যের ৪২টি, হস্ত ও কারুশিল্পের ৩৮টি, চামড়াজাত পণ্যের ৩২টি, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের ২৭টি, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ২৩টি, খাদ্যপণ্যের ১৪টি।
সব স্টলেই উপচে পড়া ভিড়। তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাতের ১৩টি, দেশের বিভিন্ন প্রান্তের এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের ১২টি, হারবাল আর ভেষজশিল্পের ৫টি, জুয়েলারি শিল্পের পাঁচটি, প্লাস্টিক পণ্যের চারটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক খাতের ৩টি, ফার্নিচার খাতের ৩টি এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৯টি স্টল আছে মেলায়।
দর্শনার্থীরা একই স্থানে এসে এত ধরনের বৈচিত্র্যময় পণ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেককেই দেখা গেল ঘুরে ঘুরে পণ্য দেখছেন আর কিনছেনও। আলাদা তাঁবুতে মিঠাইওয়ালা, এনস কিচেন, সালাদ লাভারসহ ভালো মানের খাবারের স্টল রয়েছে কয়েকটি।
উদ্যোক্তারা আশা করছেন, আজ সময়ের সঙ্গে আরও ভিড় বাড়বে ক্রেতা ও দর্শনার্থীদের। আজ শেষ দিন ২৫ মে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ছবি: হাল ফ্যাশন