দিশাজ রোড ব্লকের নতুন দুই ঠিকানা
শেয়ার করুন
ফলো করুন

ক্রেতাদের দুনিয়াকে রঙিন করতে দেশীয় ফ্যাশন উদ্যোগ দিশাজ রোড ব্লক বিভিন্ন ঢঙের ব্লক, হাতে আঁকা অনিন্দ্য ডিজাইন ও ডিজিটাল প্রিন্ট নিয়ে কাজ করে আসছে বেশ কয়েক বছর ধরে। ব্র্যান্ডটির কর্ণধার সায়কা শাহরিন দিশার নিজের ভালোলাগার বই, কমিকস আর গান থেকে ডিজাইন করা সব ব্লক ওঠে আসে কাপড়ের ক্যানভাসে। হুমায়ূন আহমেদের মিসির আলী, কোথাও কেউ নেই, ময়ূরাক্ষী, বাকের ভাই, হিমু-রূপা থেকে শুরু করে, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, ফেলুদা, জটায়ু—বাদ যায়নি কেউ। আছে রবীন্দ্রনাথের গান-কবিতা, মান্না দের ‘কফি হাউসের আড্ডা’, ‘মহীনের ঘোড়াগুলি’, অঞ্জন দত্তের বেলা বোসের মতো জনপ্রিয় সৃষ্টি প্রাণিত ব্লকও।  

তা ছাড়া আছে উত্তম-সুচিত্রা আর সৌমিত্র-অপর্ণা জুটি, অড্রে হেপবার্ন, লেডি ডায়ানা, মেরিলিন মনরো থেকে শুরু করে গৌতম বুদ্ধের মুখাবয়ব। কলকাতার হলুদ ট্যাক্সির ব্লক সারা জাগিয়েছে বেশ। বাদ যায়নি ঢাকার আইকনিক রিকশা, সিএনজি, দিনযাপনের চশমার নকশা। পাশাপাশি বিড়ালপ্রেমীদের জন্য বিল্লু আর মাছের কাঁটা জুটি বেঁধেছে তাদের ব্লকে। নগরবাসীর পরিচিত কাক, প্যাঁচাসহ আরও বিচিত্র ডিজাইন উঠে এসেছে দিশার ব্লকে।

বিজ্ঞাপন

ব্লকের পাশাপাশি এখন ডিজিটাল প্রিন্টেও কাজ করছে দিশাজ রোড ব্লক। বাহারি নকশায় আকর্ষণ কাড়ছে ক্রেতাদের। কাস্টমাইজেশনের সুযোগ থাকায় ক্রেতারা পছন্দ মতো পোশাক করিয়ে নিতে পারবেন।

অনলাইন দিয়ে যাত্রা শুরু হলেও তাদের পোশাকগুলো দেখে নেওয়া যাবে আজিজ সুপার মার্কেট ও খুঁতের আয়োজন 'হাটকাহন' থেকে।  আজিজ সুপার মার্কেটের ৩০ নম্বর দোকানে পৌরাণিকে পাওয়া যাবে তাদের পোশাক। আর খুঁতের হাটকাহনের ঠিকানা হলো ধানমন্ডিতে (রাস্তা: ৭, বাড়ি নং: ১৫, , অর্চাড পয়েন্ট এর পাশের গলি)।
প্রচলিত ধারার বাইরে গিয়ে ফ্যাশনিস্তারা তাদের আউটফিটে নিজের ব্যক্তিত্বের ছাপ রাখতে চায়। তাই দিশা’স রোড ব্লকের শাল তরুণ-তরুণীদের মধে৵ বেশ সাড়া ফেলেছে।

ছবি: দিশাজ রোড ব্লক

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১৪: ০০
বিজ্ঞাপন