বিশ্বের অন্যতম পুরোনো ও মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টালের এবারে আসর শুরু হচ্ছে আজ (২০ নভেম্বর)। মিসরের শার্ম আল শেখে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। ৫২তম আসরে অংশ নিচ্ছেন ৭০টির বেশি দেশের প্রতিযোগীরা। সেখানে তাঁরা উদ্যাপন করবেন সৌন্দর্য, প্রতিভা ও ক্ষমতায়নের নানা চমকপ্রদ বিষয়। বাংলাদেশের হয়ে এই আসরে অংশগ্রহণ করছেন দিল আফরোজ হাসান দিতি তোরসা। তিনি এরই মধ্যে মিসরের উদ্দেশে রওনা দিয়েছেন।
সেই সঙ্গে আরেকটি সুখবর হলো, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের লাইসেন্স অর্জন করেছেন সুপরিচিত আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)। আজরা ও তাঁর প্রতিষ্ঠানের মুকুটে যোগ হয়েছে সাফল্যের এক নতুন পালক। কারণ, এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতার লাইসেন্স তিনি পেয়েছেন। ফ্যাশন ও মডেলিংয়ের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতি নিশ্চিতে এই অর্জন, কোনো সন্দেহ নেই, আরেকটি মাইলফলক।
তোরসা বাংলাদেশের একজন সুপরিচিত মডেল। দেশের বিভিন্ন টপ ডিজাইনারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। ফ্যাশন শোর রানওয়েতে তাঁর উপস্থিতি নজরকাড়া। এ ছাড়া নারীর ক্ষমতায়নের জন্য তোরসা বদ্ধপরিকর। তিনি বিশ্বাস করেন প্রতিটি নারীই যার যার ক্ষেত্রে চ্যাম্পিয়ন।
এই নবীন মডেলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকেও বিশেষভাবে উল্লেখ করতে হয়। ২০১৯ সালে ক্ষয়রোগ যক্ষ্মার সঙ্গে যুদ্ধ করে অসুস্থতা ও চারপাশের সব অনিশ্চয়তাকে জয় করেছেন তিনি। তোরসা তাঁর প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে, এমন মানুষদের অনুপ্রেরণা জোগাতে চান।
উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে পুরোনো সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর একটি মিস ইন্টারকন্টিনেন্টাল। ১৯৭১ সাল থেকে হয়ে আসছে এই আয়োজন। এ বছর মিসরে সংস্কৃতি, বৈচিত্র্য ও ক্ষমতায়ন উদ্যাপন করার পাশাপাশি প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবেন। এই মঞ্চে তোরসার পদচারণ শুধু ব্যক্তি তোরসার অর্জন নয়, বরং বাংলাদেশকে গর্বিত করার অনন্য উপলক্ষও।
ছবি: এএমটিসি