আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানটি, যার অন্যতম আকর্ষণ ছিল বেরাইদ ঋষিপাড়ার বাসিন্দাদের অংশগ্রহণে ফ্যাশন শো। সেই এলাকার মানুষদের নিজেদের ডিজাইনে তৈরি পোশাকে ফ্যাশন শোতে অংশ নেন মডেলরা। আয়োজনটি আরও সফল ও জমজমাট করে তোলার লক্ষ্যে পোশাকগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের চেয়ারপারসন ফারুক সোবহান বলেন, ‘সুদিন সত্তা কেবল একটি সাধারণ অনুষ্ঠান নয়; বরং এটি আমাদের স্বপ্ন ও প্রত্যাশার আন্তবিনিময় ও বন্ধুত্বের মাধ্যমে সবার জন্য কল্যাণকর একটি ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এক সার্থক মিলনমেলা।’
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহিদা ফিজ্জা কবির বলেন, ‘“সুদিন” কর্মসূচিটি মূলত পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে, যার আওতায় আমরা শহরাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও গোষ্ঠী উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকি। “সুদিন সত্তা”র এই আয়োজন আমাদের “সুদিন” প্রকল্পের সামগ্রিক প্রভাবকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।’
সাজেদা ফাউন্ডেশনের ‘সুদিন’ কর্মসূচির মাধ্যমে যাঁদের জীবন ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে, তাঁদের অন্যতম হলেন বেরাইদ ঋষিপাড়ার মলি রানী দাশ। প্রকল্পটির কার্যক্রম ও উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে মলি রানী বলেন, ‘একটা সময় দৈনন্দিন জীবনযাপন চালিয়ে নেওয়াও আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কিন্তু হস্তশিল্পের এই দক্ষতা অর্জন করে, এখন থেকে আমার পরিবারের ভরণপোষণের আরও উন্নত সম্ভাবনা তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।’
‘সুদিন সত্তা ২.০’–এর আয়োজনে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল রাংতা, তানিস বাংলাদেশ, পাড়, শাবানা, ভাঁজ বিন্যাস, সুতন্তু, লৌকিক, রঙদারু ও পিরান বাংলাদেশ।