সুরঞ্জনায় মিড ইয়ার সেল
শেয়ার করুন
ফলো করুন

দেশীয় ফ্যাশন উদ্যোগ সুরঞ্জনায় চলছে মিড ইয়ার সেল। সব পণ্যে থাকছে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। গত ১৫ জুলাই শুরু হওয়া এ অফারটি চলবে ৫ আগস্ট পর্যন্ত। সুরঞ্জনার আউটলেট ও অনলাইন যেকোনো কেনাকাটায় ক্রেতারা উপভোগ করতে পারবেন এই সুযোগ।

শাড়ি, ব্লাউজ, কুর্তি, কো-অর্ড, সালোয়ার–কামিজ, বিছানার চাদরসহ বৈচিত্র্যময় সংগ্রহ আছে সুরঞ্জনার ক্লদিং লাইনে। তাদের পোশাকের রং ও নকশা বরাবরই চোখজুড়ানো ও আরামদায়ক, বিশেষ করে শাড়ির কাপড় ও নকশা।

সময়োপযোগী নকশা ও হ্যান্ডলুম কাপড়ের শাড়িগুলো সারা বছরই থাকে ক্রেতাদের পছন্দের শীর্ষে। তা ছাড়া ঋতুভিত্তিক থিমে করা সালোয়ার–কামিজ, টু–পিস ও কো-অর্ডগুলোও মিনিমাল নকশার ও স্বস্তিদায়ক। সুরঞ্জনার এসব পণ্যই এই ছাড়ের অন্তর্ভুক্ত।

বিজ্ঞাপন

কাপড়, নকশা ও ছাড়ের যাবতীয় বিবরণ পাওয়া যাবে সুরঞ্জনার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোয়। সেগুলো দেখে যাচাই-বাছাই করে ক্রেতারা অর্ডার করতে পারেন এই পোশাকগুলো।

শিক্ষার্থীদের বাজেটে কেনাকাটার সুযোগ ও পুরোনো নিয়মিত ক্রেতাদের সাশ্রয়ী শপিংয়ের সুযোগ দিতেই সুরঞ্জনার এই ছাড়। নূর নাহার তৃপ্তি জানান, ‘সাধারণত সুরঞ্জনা বছরে এক-দুবারের বেশি সেল আয়োজন করতে পারে না। ক্রেতাদের কথা ভেবে বছরের মাঝামাঝি একটা মিড ইয়ার সেল আর বছর শেষে একটা স্টক ক্লিয়ারেন্স সেল আয়োজন করে থাকি।

এতে নতুন ক্রেতাদের কাছেও পৌঁছানো যায়। বিশেষ করে শিক্ষার্থীরা এ অফারটি বেশি উপভোগ করেন। আর নিয়মিত ক্রেতারাও একটু আয়েশ করে এ সময়ে কেনাকাটা করতে পারেন।’

ছবি: সুরঞ্জনা

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১২: ২৪
বিজ্ঞাপন