>

চট্টগ্রামের বিহারিপল্লির সূচিশিল্পীদের ঐতিহ্যবাহী কারচুপি-জারদৌসি

লেখা:

কারচুপি ও জারদৌসি হলো একটি হস্তশিল্প। কাঠের ফ্রেমে নকশা আঁকা কাপড় রেখে পাথর ও বিভিন্ন সুতা দিয়ে কাজ করা হয়
সাধারণত মোগল স্থাপত্যরীতির একটা ছাপ ফুটিয়ে তোলা হয় এই কারুকাজে
আভিজাত্যের পাশাপাশি নিজেকে কিছুটা দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করার জন্য অনেকেরই পছন্দের শীর্ষে থাকে জারদৌসি ও কারচুপি নকশার পোশাক
কারচুপি ও জারদৌসি—দুটিই জমিন অলংকরণের মাধ্যম। সম্পূর্ণই হাতের কাজ
কাপড়ে সুই-সুতায় হাতের নিপুণ কারুকাজে জরি, সুতা, চুমকি বসিয়ে মোহনীয় নকশা ফুটিয়ে তোলেন চট্টগ্রামের খুলশীর ঝাউতলা বিহারি কলোনির কারুশিল্পীরা
স্বাধীনতা-পরবর্তী চট্টগ্রামের ওয়্যারলেস এলাকার বিহারিপল্লিতে কাপড়ের ওপর কারচুপি ও জারদৌসি কাজের শুরু
যত দিন যাচ্ছে, ততই যেন ছোট হয়ে আসছে শৈল্পিক পেশাটি। যন্ত্রে তৈরি নকশাদার পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে পারছে না হাতের কাজের পোশাক