পোশাক হওয়া চাই শরতের মতো স্নিগ্ধ
হাল ফ্যাশন ডেস্ক
শরৎ মানেই শুভ্র, শরৎ মানেই সাদা মেঘের ভেলা, শরৎ মানেই কাশবন, শিউলি ফুলের মেলা। এর প্রভাব মনে যেমন পড়ে, তেমনি পড়ে পোশাকেও | ছবি: লা রিভ
শরতের প্রকৃতির মতো এ সময়ের পোশাকও হওয়া চাই শান্ত ও সাবলীল | ছবি: লা রিভ
ফ্যাশনসচেতন মানুষের কাছে ঋতুভেদে পোশাকেও আসে ভিন্নতা | ছবি: লা রিভ
শরৎ ঋতুতে পোশাকের রং আর নকশায় থাকে বিভিন্ন রঙের খেলা। পোশাকে থাকে বৈচিত্র্যের প্রয়াস | ছবি: লা রিভ
শরতের আছে নিজস্ব বর্ণ আর গন্ধ। নীল আকাশ, সাদা কাশফুল, সোনালি সূর্য আর সবুজ ফসল | ছবি: লা রিভ
শুধু শাড়ি বা কামিজে নয়, শরতের অন্যান্য পোশাকেও প্রাধান্য পায় শুভ্র সাদা আর আকাশের নীলাভ রং | ছবি: লা রিভ
শরতে বৈচিত্র্যময় প্রকৃতির খেলায় পোশাকও হতে হবে বৈচিত্র্যময়। এ সময় সুতি, ভয়েল, অ্যান্ডি কটনকে প্রাধান্য দেওয়া হয় | ছবি: লা রিভ
শরতের রং আর ফ্যাশন মৌসুমের ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয়ে ‘ফল কালেকশন ২০২৪’ বাজারে এনেছে দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ | ছবি: লা রিভ
আন্তর্জাতিক ফ্যাশন উইক থেকে বাছাই করা প্রিন্ট স্টোরির পাশাপাশি পোশাকের আরামের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন কালেকশনে | ছবি: লা রিভ
বিশ্বজুড়ে এখন চলছে ওভার সাইজ প্যাটার্ন ও লেয়ারিং এর ট্রেন্ড | ছবি: লা রিভ
মেনজ কালেকশনে রয়েছে ক্যাজুয়াল শার্ট, পোলো, টিশার্ট ও পাঞ্জাবি | ছবি: লা রিভ