মরুর বুকে পোশাকের আবর্জনার স্তূপে অনুষ্ঠিত হলো ‘আতাকামা ফ্যাশন উইক ২০২৪’

হাল ফ্যাশন ডেস্ক

চিলির আতাকামা মরুভূমির একটি শহর অ্যালটো হসপিসিও। প্রতিবছর এখানে প্রায় ৬০ হাজার টন পরিত্যক্ত পোশাক ফেলা হয়
আতাকামা মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য পুরো দুনিয়ার পর্যটকদের মুগ্ধ করে। কিন্তু পোশাকের আবর্জনার এই স্তূপ আতাকামার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে
আতাকামা মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য বাঁচাতে সম্প্রতি এক ব্যতিক্রমী ‘আতাকামা ফ্যাশন উইক ২০২৪ ’-এর আয়োজন করা হয় এই আবর্জনার স্তূপে
‘আতাকামা ফ্যাশন উইক ২০২৪’ যৌথভাবে আয়োজন করে ডেজার্টো ভেস্টিডো নামের একটি এনজিও ও ফ্যাশন রেভল্যুশন ব্রাজিল
এই ফ্যাশন উইকের পোশাকগুলো তৈরি করেছেন ব্রাজিলিয়ান স্টাইলিস্ট ও ভিজ্যুয়াল আর্টিস্ট মায়া রামোস
‘আতাকামা ফ্যাশন উইক ২০২৪’-এ অংশ নেন আটজন চিলিয়ান মডেল
ফ্যাশন উইকের জন্য মায়া রামোস পোশাকগুলো তৈরি করেছেন আতাকামার পরিত্যক্ত পোশাকের স্তূপ থেকে
পোশাক তৈরিতে মায়া রামোসের থিম ছিল মাটি, বায়ু, পানি ও আগুন
পরিবেশবাদীদের মতে এখানে যে পরিমাণ পরিত্যক্ত পোশাক ফেলা হয়েছে, তা মাটির সঙ্গে মিশে যেতে ২০০ বছরের বেশি সময় লাগবে