>
ঘুরে আসুন নয়নাভিরাম জাফলংয়ে
১৭ জুলাই ২০২৩, ১১: ৪৬
হাল ফ্যাশন ডেস্ক
ভরা বর্ষার পানিতে টইটম্বুর জাফলং তার সবটুকু সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে। এখনই সময় সিলেটের জাফলং থেকে ঘুরে আসার।
মডেল: ফাহমিদা স্নেহা ছবি:পূর্ণ দাস
জায়গাটির মধ্যে এক আশ্চর্য রকমের সারল্যমাখা সৌন্দর্য আছে। তাই বারবার সেখানে ফিরে গেলেও ক্লান্তি আসে না।
সিলেটের জাফলং এমনিতেই জনপ্রিয় পর্যটন স্পট; কিন্তু বর্ষার জাফলং যেন বৃষ্টিস্নাত নারীর মতোই দুর্বার আকর্ষণ জাগায়।
এ সময় ঝরনা ও জলাশয়ের পানি বেড়ে যায়। প্রকৃতি আবির্ভূত হয় তাঁর সহজাত, বুনো সৌন্দর্য নিয়ে।
বর্ষার শুরুতে বা শেষে গেলেই জাফলংয়ের আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এখানে নৌকা ভ্রমণ সবচেয়ে আকর্ষণীয় বিষয়।
জাফলংয়ের সৌন্দর্যের একটি বড় অংশ এখানকার পাথর।
ডাউকি পাহাড় থেকে ছুটে আসা পাহাড়ের পানি এপারে এসে হয়েছে খরস্রোতা নদ ‘পিয়াইন’ আর ‘ধলাই’।
বর্ষায় পিয়াইন নদে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা মনে রাখার মতো।
নদের পাশে স্তূপে স্তূপে পাথর সাজানো। স্বচ্ছ পানি দেখলে একেবারে মন জুড়িয়ে যায়।
হুট করে নামা বৃষ্টি অন্য জগতে নিয়ে যায়—হিমশীতল পানি দেয় অন্য রকম আবেশ।
বর্ষার দিনে সবুজ বা নীল পোশাকে এখানটায় দারুণ একটা ফটোশুট হয়ে যেতেই পারে।
স্বচ্ছ পানি আর সবুজের আবহে জাফলং ভ্রমণ আপনার স্মৃতির পাতায় নিশ্চয়ই দারুণ অভিজ্ঞতা জুড়ে দেবে।
মডেল: ফাহমিদা স্নেহা ছবি:পূর্ণ দাস