>

জন্মদিনে দেখে নিন এই ফ্যাশনিস্তা অভিনেত্রীর সেরা কিছু লুক

হাল ফ্যাশন ডেস্ক

শুভ জন্মদিন মুমতাহিনা টয়া! চলুন এই ফ্যাশনিস্তা অভিনেত্রীর সেরা কিছু লুক দেখে নিই।

এই ফ্যাশনিস্তা অভিনেত্রীর বয়স যেন দিন দিন কমছে, বলছে আকাশ-নীল ট্যাংক টপ, প্ল্যান্ট আর জ্যাকেটের লুক

তাঁর মাঝে আছে এক অন্যরকম আকর্ষণ। এখানে পরেছেন স্ট্র্যাপলেস টপের ওপর চেইনমেইল নেটের লেয়ার

তাঁর শাড়ির লুকে প্রায়ই থাকে জেনজি ভাইব। হলুদ প্রিন্টের শাড়ির সঙ্গে পরেছেন চিকনকারি সাদা টপ, রোদচশমা আর চোকার

অবশ্য প্রিয় বন্ধুর বিয়েতে দেখা দিয়েছিলেন লাল শাড়ির ট্র্যাডিশনাল সাজে। হাতে গাঁদা ফুল।

পিপহোল কাট আউট ডিজাইনের সোনালি বডিকন গাউনে চোখ ধাঁধাচ্ছেন টয়া

কাউল নেকের স্লিভলেস বডিকন প্রিন্টেড ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে

টয়া এখানে পরেছেন হাই থাই স্লিট ওয়ান শোল্ডার নেভি ব্লু সিকুইনের গাউন

ফুলেল প্রিন্টের ফ্লোউই ড্রেসে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে

সাদা কারুকাজ করা মিন্ট গ্রিন শাড়ি আর ম্যাচিং ফুলস্লিভ ব্লাউজে মিষ্টি লাগছে তাঁকে

একটু ব্যতিক্রমী ব্রাইডাল লুকে টয়া

কনে দেখা আলোয় মিডনাইট ব্লু ড্রেসের ওপরে শর্ষে হলুদ লেয়ারিং দেখা যাচ্ছে টয়ার লুকে

ছবি: টয়ার ইন্সটাগ্রাম